Category: কবিতা

আমাদের দেখা হয়েছিলআমাদের দেখা হয়েছিল

একবারই আমাদের দেখা হয়েছিল না না একবার নয়,দুইবার শীতের শেষ বিকেলে সুর্য ডুবে গিয়ে যখন সারা আকাশ জুড়ে কুয়াশা নেমে

নারী দেহ নিয়ে লালসা তোমারনারী দেহ নিয়ে লালসা তোমার

হায়রে অভাগা জাতি, বদলেছ রাতারাতি। ভীড় দেখলেই নারী দেহ নিয়ে করতেছ হাতাহাতি। নারী দেহ নিয়ে লালসা তোমার,সারাক্ষণ করো হাসফাঁস মনে

প্রকৃতি প্রেমীর চলে যাওয়াপ্রকৃতি প্রেমীর চলে যাওয়া

আমরা যখন বাসার ছাদে টবে লাগানো বনসাইটাও টিকমত চিনে উঠতে পারিনি তুমি তখন যান্ত্রিক এই নগরীর অলিতে গলিতে দেয়ালের ফাঁকে

সীমান্তের কুলবৃক্ষ ও প্যাঁচাসীমান্তের কুলবৃক্ষ ও প্যাঁচা

তোমাকে সীমান্তের কুলবৃক্ষ ভেবে কাটাতারের প্রাচীর পেরিয়ে চলে এসেছিল কতিপয় ক্ষুধার্ত প্যাঁচা ওরা তোমার কুলছিড়ে খেয়েছে,তোমার ডাল ভেঙ্গেছে তার পর

আজ সন্ধ্যায় সেখানেই যাবআজ সন্ধ্যায় সেখানেই যাব

আজ সন্ধ্যায় সেখানেই যাব,স্মৃতিতে বুলাবো হাত যেখানে তোমারে ফেলে এসে রোজ করেছি অশ্রুপাত। যে নদীর জলে তোমার দু’পা খুঁজে পেতো