Tuesday, February 18, 2025
Homeকবিতাসেদিন সন্ধ্যা বেলায়

সেদিন সন্ধ্যা বেলায়

সেদিন সন্ধ্যা বেলায় তুমি এলে বলে
সবকিছু ছুড়ে ফেলে ছুটেছি দ্বিচক্রযানে চেপে
যেন বিলম্ব তোমাকে অপেক্ষার যন্ত্রনা না দেয়
কল্পনার সব রং একসাথে করে তোমাকে ভেবেছি,কেমন হবে তুমি
প্রথম সে দেখার স্মৃতি কখনোকি ভুলে থাকা যাবে
দীর্ঘপথ পাড়ি দিয়ে তুমি তখন ক্লান্ত,মলিন মুখের দিকে তাকিয়ে খুব মায়া হয়
প্রথম দেখার সেই ক্ষণে তোমার হাতের স্পর্শ পায়নি আমার আঙুল

Most Popular