খাকিময় স্মৃতিগুলো

0
1727
আবির

 

বয়স যতই বাড়ুক আমার যখনই তাকাই ফিরে

স্মৃতিরা সবাই ভীড় করে রোজ খাকিচত্ত্বর ঘিরে।

সব স্মৃতি যদি মুছে যায় কভু নতুনের আগমনে

শুধু মোছে না খাকিপরা স্মৃতি ফিরে আসে প্রতিক্ষণে।

এ এমন প্রেম একবার যারা পড়েছে এমন প্রেমে

ভুলতে পারেনি যতক্ষণ তার শ্বাস না গিয়েছে থেমে।

ভুলে যেতে পারি স্কুলে যাওয়া প্রথম সকাল বেলা

ভুলে যেতে পারি শৈশবে যত খেলেছি পুতুল খেলা।

বাবার হাতের আঙুল ধরে হাটা সেই দিনগুলি

বড় হতে হতে সেই স্মৃতিটাও না জানি কখন ভুলি।

প্রথম প্রেমের মায়াবী প্রহর অনায়াসে ভুলে যাই

শুধু আজীবন থাকে এ হৃদয়ে খাকি পরা স্মৃতিটাই।

যখনই জীবনে নেমে আসে কোন বিষাদ অন্ধকার

শান্তনা পেতে খাকিপরা দিনে ফিরে যাই বার বার।

নিমিষেই মন ভালো হয়ে যায়,স্মৃতিগুলো মধুমাখা

সব যদি ভুলি তবু সেই স্মৃতি যায়নাকো ভুলে থাকা।

মায়ার বাঁধনে বাঁধা পড়ে আছি খাকিময় স্মৃতিগুলো

ফিরে ফিরে আসে নতুনের মত পড়েনা কখনো ধুলো।

প্যারেড গ্রাউন্ড ডাকে অবেলায় কতটা যে সেই টান

যেখানেই থাকি বার বার যেন ছুটে যেতে চায় প্রাণ।

যা কিছু পেয়েছি,যা কিছু শিখেছি যতটুকু তারে চিনি

নিজেকে যদিও ভুলে যাই তারে ভুলবোনা কোন দিনই।

এ এমন প্রেম একবার যারা পড়েছে এমন প্রেমে

ভুলতে পারেনি যতক্ষণ তার শ্বাস না গিয়েছে থেমে।

জাজাফী

১৯ জানুয়ারি ২০২০