Wednesday, November 6, 2024
Homeকবিতাকি আমার পরিচয়

কি আমার পরিচয়

কে আমি এ কথা জানতে চেওনা,কি আমার পরিচয়

বেঁচে আছি নাকি মরে গেছি তাও নিদারুন সংশয়।

আমি গুলিতে নিহত মেজর সিনহা, নিরব নিথর দেহ,

আমি ছোপ ছোপ দাগে রক্তে ভেজা পরিচয়হীন কেহ ।

আমি লাশ হয়ে যাওয়া বুয়েটের ছেলে আবরারের চিৎকার,

আমি ব্যথিতের মনে জমে থাকা কিছু থু থু আর ধিক্কার।

আমি নুসরাত,তনু, সায়মা,নাদিয়া ব্যথিতের নিঃশ্বাস,

আমি সন্তান হারা কতশত মার‌ হাহাকার হাহুতাশ।

আমি পিলখানাতে অসহায় কারো মৃত্যুর একাকী সঙ্গী,

আমি ধর্ষিতা নারীর বেঁচে থাকার এক নিদারুন কোন ভঙ্গি।

আমি বাবার সামনে গাড়ি চাপা পড়া হতভাগা সন্তান,

আমি লাখো শিশুদের বলিদান আর হারানো সে সম্মান ।

আমি কুমারি গর্ভে বেড়ে ওঠা শিশু লজ্জায় মাথা নত

আমি তাজরীনে সেদিন অগ্নিকাণ্ডে শ্রমিক হৃদয়ে ক্ষত ।

আমি‌ চকবাজারে মৃত মার কোলে নিষ্পাপ শিশু প্রান,

আমি অপরিকল্পিত‌ ভবনের নিচে মৃত শরীরের ঘ্রান।

আমি সাগর, রুনির কলমে জমা দীর্ঘ কালের শ্বাস,

আমি বনানীতে জ্বলে পুড়ে যাওয়া কোন পরিচয়হীন লাশ।

আমি বিশ্বজিৎ আর রাজন রিফাতের শরীরের তাজা রক্ত,

রেল লাইনের পাশে পড়ে থেকে হয়ে গেছে যেটা শক্ত।

আমি কাঁটাতারে ঝুলা গুলিবিদ্ধ ফেলানীর মৃত লাশ

প্রিয়তমা নামে ছলনা কারির ফাঁদে পড়া হাহুতাশ।

আমি এমনি হাজারো নামহীন কিছু খবরের শিরোনাম,

আমি গুম হয়ে যাওয়া শত মানুষের শেষ হওয়া ইহধাম।

আমি বাবার হাতে খুন হয়ে গাছে ঝুলন্ত তুহিনের আর্তনাদ,

আমি অপ্রকাশিত শত মানুষের লুকানো প্রতিবাদ।

একটা মানুষ কতবার মরে জানা আছে নাকি কারো?

কোন মরনের বিচারই বা তোমরা কতটা করতে পারো?

Most Popular