Thursday, April 3, 2025
Homeকবিতানাকি সব মিছে মায়াজাল

নাকি সব মিছে মায়াজাল

এখনো স্বপ্ন দেখি,জেগে উঠি নব নব প্রেমে
যদিও ক্ষুদ্র জীবন জানিনা কখন যাবে থেমে।

ভালোবাসি,বিরহের সুর শুনি,প্রতিক্ষণে ভাঙনের ঢেউ
ডাক এলে ছেড়ে যাবো,ভুলে যাবো সবথেকে প্রিয় তোমাকেউ।

বেধেছি মায়ার বাঁধনে,সে বাঁধন সবটুকু মিছে
কেবলই শুন্যতা দেখি পড়ে আছে পিছে।

কেবলই প্রহর গুনি,একদিন শেষ হবে গোনা
সব কিছু থেকে যাবে,তার মাঝে আমি থাকবো না।

থাকি বা না থাকি আমি তাতে যদি কারো যায় আসে
কেউ যদি এজীবনে প্রিয় ভেবে থাকে আশেপাশে
মনে হয় এর বেশী নেই কিছু চাওয়া
খুশি মনে বলা যাবে,যা চেয়েছি তারও বেশি হয়ে গেছে পাওয়া।

পারিনি কিছুই দিতে,অপচয় করে গেছি জীবনের কতগুলো দিন
এভাবেই জমে গেছে তোমাদের কাছে কত ঋণ।

ভালোবাসি বলে বলে ঋণগুলো বাড়াবোনা আর
তবুও জানিনা কেন ভালোবাসি বলি বার বার।

আসলে কি ভালোবাসি? নাকি সব মিছে মায়াজাল
এভাবেই কেটে গেলো জীবনের কতনা সকাল।

থেমে নেই কোন কিছু, কেউ কারো নয়
তবুও সবারে জানি কতনা আপন মনে হয়।

— জাজাফী
১১ জানুয়ারি ২০২০

Most Popular