Thursday, April 3, 2025
Homeকবিতারেজাল্ট কিন্তু দিচ্ছেনা

রেজাল্ট কিন্তু দিচ্ছেনা

দেব দেব করে MBBS এর
রেজাল্ট কিন্তু দিচ্ছেনা
এই ফাঁকে কিছু ঘটে যেতে পারে
কেউ তার খোঁজ নিচ্ছেনা।

বাড়িতে কোন রান্না না করে
হোটেলে যেমন খাওয়া যায়
প্রশ্ন পত্র ফাঁস না করেও
কখনোবা চান্স পাওয়া যায়।

চোখ কান সব খোলা রাখো ভাই
কি যে হয় সব আড়ালে
গ্যাঞ্জাম লাগে এই কথা নিয়ে
প্রতিবাদ করে দাড়ালে।

মন্ত্রী মশাই এতো লেট কেন?
রেজাল্ট কখন পাবো?
দোকানীরা সব পথ চেয়ে আছে
মিঠাই কখন খাবো।

জানিনা এবারও কত ভাই বোন
ফেলবে চোখের জল
ভাল এক্সাম দিয়েও হয়তো
পাবেনাকো ভাল ফল।

আড়ালে যা হবে তা কি আর জানি
কত কিছুইতো ঘটে
কত অভাগার কপাল পুড়বে
পড়ে যাবে সংকটে।

এমন দিনকি আসবে কখনো
মরবেনা কারো আশা
সবার স্বপ্ন সত্যি হবে
বেঁচে রবে ভালবাসা।

ডাক্তার হব পণ করে কেউ
হতাশ হবেনা আর
মন্ত্রী মশাই বলুন না কে
গ্যারান্টি দেবে তার।

আর কেন দেরি এবার আপনি
রেজাল্ট খানাতো দিন
MBBS রেজাল্ট নিয়ে
আর কত হবে সীন?

এই ফাঁকে যদি কোন কিছু ঘটে
কে নেবে তার দায়
ভাল এক্সাম দিয়েও আমরা
করবো কি হায় হায়?

#জাজাফী
১০ অক্টোবর ২০১৬
#MBBS_Result2016

Most Popular