যারা যায় তারা কেউ কোন দিন ফিরে আসে নাকো
রেখে যায় কিছু স্মৃতি,বলে যায় তুমি ভালো থাকো।
ভালো থাকা না থাকায় যে গেলো তার কিবা যায় আসে
যখন একাকী আমি তখনোতো কেউ তার পাশে।
চোখে চোখ রেখে দিনমান হাসি গান খুনসুটি হোক
কেউ যেন না ভাবে কারও কারও সুখ বুঝি আমাদের শোক।
ততোটা খারাপ নই কেউ কভু চলে গেলে অভিশাপ দেব
না থাকা মানুষটি কোথায় কেমন আছে আজীবন তার খোজ নেব।
যারা গেলো তারা যেন ভালো থাকে, জীবনটা হোক মধুময়
কেমন আছো বলবোনা আবারও যদি দেখা হয়।
আমি জানি ভালো আছো, কেমন আছ সে প্রশ্ন করবোনা আর
কাটুক আনন্দে,হাসি গান উল্লাসে তোমাদের এই অভিসার।
তারপর যদি কোন ভোর আসে আকাশটা কালো মেঘে ঢাকা
সব আছে তারপরও যদি কভু লাগে ফাঁকা ফাঁকা।
ডাক দিও প্রয়োজনে আগের মতই আমি ছায়া দেব, রবো পাশে পাশে
আমি চাই কালো মেঘ না জমুক কোনদিন তোমার আকাশে।
এতোদিন মিছেমিছি ভয় হতো এই বুঝি চলে গেলো কেউ
এই বুঝি স্বপ্ন ভেঙে উঠলো বুকে ভাঙনের নিদারুণ ঢেউ।
এখন আর ভয় নেই চলে গেছে যে কখনো এজীবনে ছিলোই না কভু
কতনা আপন ছিলো, মিছেমিছি তাকে ঘিরে স্বপ্ন ছিলো তবু।
তবে আর যাই হোক ভালো থাক যে যেখানে আপনার মত
কারো মনে না থাকুক আজীবন বয়ে চলা ক্ষত।
হয়তো ছিলোনা কভু আমাদের দিন
কারো কাছে জমা নেই কারো কোন ঋণ।
— জাজাফী
১৮ মার্চ ২০২০