জেরুজালেম!

0
277

তপ্ত বালুর উপর রক্তের ছোপ ছোপ দাগ লাগা

পূণ্যভুমি জেরুজালেম!

সে যেন স্বামী পরিত্যাক্তা নারীর মতন, কিংবা

ভগ্নহৃদয়ের রাজকুমারীর মতন

যার স্বামী নেই অথবা প্রেমিক তাকে ফেলে গেছে

যার উপর কারো অধিকার নেই কিন্তু সবাই তাকে চায়।

এই নগরীর ধুলোর উপর দিয়ে হেঁটে গেছেন অজস্র মহামানব

পাথরের উপর খুঁজলে আজও তাঁদের পদচিহ্ন পাওয়া যাবে

গ্রীস্মের দাবাদাহে এ ভূমিতে যেমন প্রাণ ওষ্ঠাগত হয়

শীত এলেই কাঁপুনি ধরায় হিমেল হাওয়া

জেরুজালেম ছাড়া যেন পৃথিবীর ইতিহাস অসম্পূর্ণ।

শহরের অলিতে গলিতে খাঁজকাটা পাথর গুলোর বুকে

রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে

প্রতিটি বালুকণা চিৎকার করে যুগের পর যুগ প্রতিবাদ করছে

জেরুজালেম!

যে শহরে জন্মের আগেই শিশুর মৃত্যুর কথা ভাবে মা

বিয়ের আগেই বিধবা হওয়ার চিন্তা থাকে তরুণীর

কৈশোর পেরোনো হয়না এক তৃতীয়াংশ শিশুর।

জেরুজালেম!

এমন এক পূণ্যভূমি, স্রষ্ঠা ও সৃষ্টির মিলনস্থল

যার পাথরের ‍বুকে রয়েছে বহু অমিমাংসিত প্রশ্নের উত্তর

মহাপ্রলয়ের আগে মক্কা থেকে কাবাঘর চলে আসবে এখানে

ইস্রাফিলের সিঙার ফুৎকারে মৃতরা জেগে উঠবে

পুনরুত্থিত হয়ে এখানেই জড় হবে বিচারের আশায়।

জেরুজালেম!

অসংখ্য মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক নগর

বার বার বিধ্বস্ত হতে হতেও যে আবার মাথা তুলে দাঁড়ায়

যে শহরে বাতাসের মাঝে কানপাতলে শোনা যায়

মৃত আর নিপীড়িতের আর্তনাদ।

#জাজাফী

৬ নভেম্বর ২০২৩