Tuesday, February 18, 2025
Homeকবিতামিছেই খুঁজি তারে নগরে-বন্দরে রোজ

মিছেই খুঁজি তারে নগরে-বন্দরে রোজ

পৃথিবীর পথে পথে,কোনো এক মায়াবিনী মূখ
সারাদিন খুঁজে ফিরি,যার মাঝে আছে সব সুখ।

ক্লান্ত দিনের শেষে ঘরে ফিরে চোখ দু’টি বুজি
নগরে-বন্দরে কোথাও পাইনি তারে,কোথায় আর খুঁজি।

সে কি তবে রংধনু;হঠাৎ উদয় হয়ে আবার মিলিয়ে যায় একা
আজীবন খুঁজে যাবো তারে,কোনো দিন পাবো নাকি দেখা?

স্বপনে বা জাগরণে বার বার ভেসে ওঠে তার মূখখানি
কতনা জনম বুঝি হয়ে যাবে পার,তবু দেখা পাবো কিনা জানি।

হায় অভাগা আমি! মিছেই খুঁজি তারে নগরে,বন্দরে রোজ
তার বাস হৃদয়েই,সে হৃদয়ে নেইনিকো খোঁজ।

সারাক্ষণ হৃদয়ের মাঝে থাকে,হৃদয়েই যার বসবাস
তারে আমি হেতা সেথা খুঁজি,না পেয়ে করি হাহুতাশ।

যতবার শ্বাস নেই প্রতিশ্বাসে সে আসে এ হৃদয়ের মাঝে
ঘন্টাধ্বনির মত প্রতিটি নিঃশ্বাসে তার নাম সারাক্ষণ বাজে।

# মিছেই খুঁজি তারে নগরে,বন্দরে রোজ
-জাজাফী
৩০ ডিসেম্বর ২০১৯
#জাজাফী

Most Popular