পৃথিবীর সব আলো নিভে যাবে,চারদিকে এক রং নিকোষ কালো অন্ধকার
যখন সবাই হতাশায় নিমজ্জিত হবে,চারদিকে না পাওয়ার হাহাকার।
ভুবন ডাঙার চিল পথ হারাবে,ডানা মেলে উড়ে যাবে অজানায়
আকাশের তারাগুলো খসে যাবে,কেউ কেউ মেতে রাবে ভাবনায়।
তখনও তুমি থাকবে,ভেতর বাহির সবটা জুড়ে নিত্য তোমার বসবাস
কোন এক অজানা আলোয় অন্ধকার কেটে যাবে,আলোকিত হবে চারপাশ।
হাতে হাত রেখে না বলা কথাগুলো বলা হবে,স্বপ্নরা সাজবে রঙিন সাজে
তুমিও মুখ লুকাবে আপন মনে এ কাঁধে লাজুক লাজে।
–জাজাফী
১৮ জানুয়ারি ২০২০