Thursday, November 21, 2024
Homeকবিতাকথা দিতে পারি

কথা দিতে পারি

তুমি আমায় কোন অনুরোধ করো না
তুমি অনুরোধ করো এটা আমি মানতে পারি না
আমার কাছে কেন তুমি অনুরোধ করবে?
আমি চাই তুমি দাবী নিয়ে বলো
অনুরোধের চেয়ে দাবী নিয়ে বললে বেশি আপন মনে হয়
আমি তোমার অনুরোধ নয়,দাবী মেটাতে ভালোবাসি।

তোমার যদি মনে হয় সকালের রোদ গায়ে মাখবে
অথচ বিছানা ছেড়ে উঠে জানালার পর্দা সরাবে না
তবে অনুরোধ নয় দাবী নিয়ে বলো আমি সরিয়ে দেবো
টেবিলের উপর রাখা রিমোর্টটা এনে তোমার হাতে দেবো
যেন তুমি বালিশে হেলান দিয়ে গায়ে রোদ মেখে টিভিতে প্রিয় কোন অনুষ্ঠান দেখতে পারো।

আমি জানি তোমার খুব চা পছন্দ
এককাপ চা দিবে? এমন করে না বলে তুমি বরং বলতে পারো
এখন খুব চায়ের তৃষ্ণা পেয়েছে
আর কিছু নয়,এই দাবীটুকুই আমার চাই
আমি ছুটে গিয়ে তোমার জন্য চা করে আনবো
পেয়ালা থেকে ধোয়া ওঠা চা ঢালতে ঢালতে তোমার মূখের দিকে তাকাবো
যে মূখের দিকে তাকিয়ে থাকার চেয়ে আনন্দের আর কিছু নেই।

তুমি আমায় কোন অনুরোধ করো না
তুমি অনুরোধ করো এটা আমি মানতে পারি না
আমার কাছে কেন তুমি অনুরোধ করবে?
আমি চাই তুমি দাবী নিয়ে বলো
অনুরোধের চেয়ে দাবী নিয়ে বললে বেশি আপন মনে হয়
আমি তোমার অনুরোধ নয়,দাবী মেটাতে ভালোবাসি।

মানুষ এখন আর কথা দেয় না
সুনীলের কেউ কথা রাখেনি শোনার পর সবাই ধরেই নিয়েছে
কেউ কথা রাখেনা,
কিন্তু আমি তোমায় কথা দিতে চাই
মিথ্যে স্বপ্ন নয়,আমি তোমায় বাস্তবতা দেখাতে চাই।

কথা দিতে পারি
ডিটারজেন্ট পাউডার কখনো তোমার কোমল হাত শুষ্ক করবে না
সারা সপ্তাহ জমে থাকা কাপড়গুলো ধোয়ার জন্য আমার দুটো হাতই যথেষ্ট
ধুলোধুসরিত পথে জ্যামের বিরক্তি নিয়ে তোমাকে কখনো বাজারে যেতে হবে না
টাটকা সবজি ফলমুল কিনে আনার ভারটুকু আমার
এমনকি কখনো বলবো না ফলটুকু ছুরি দিয়ে কেটে দাও।

কথা দিতে পারি
তোমাকে কখনো রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলোয় আগুন দিতে হবে না
এটো থালা ধোয়ার মত কাজতো নয়ই এমনকি রান্নাও নয়
বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখার আগেই ওসব আমার আয়ত্বে চলে এসেছিল
নিজের এটো থালার পাশাপাশি তোমার এটো থালাটাও আমি ধুয়ে দেবো
বেসিনের সামনে তুমি শুধু হাতটা মেলে ধরো
সাবান দিয়ে যত্ন করে ধুয়ে দেবো।
তোমার পছন্দের সব খাবার রান্না শিখে নিয়েছি আরও আগে।

কথা দিতে পারি
তোমাকে কখনো কাঁদাবো না,তুমি হাসতে না চাইলে হাসাবো না
তুমি যা কিছু অপছন্দ করো তা তোমার চারপাশ থেকে সরিয়ে দেবো
এমনকি যদি কখনো অপছন্দ করো আমাকেও
কখনো কৈফিয়ত চাবো না,অভিযোগ করবো না তোমার কাছে
আমি বরং সব কিছুর কৈফিয়ত দিতে প্রস্তুত।

কথা দিতে পারি
বসন্তের আগমনের সাথে সাথে যে ফুল সবার আগে ফুটবে সেটা তোমাকে দেবো
প্রিয় শিল্পীর গাওয়া নতুন গানের প্রথম অ্যালবাম তোমাকে দেবো
ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডতো তোমাকে অনেক আগেই দিয়ে রেখেছি
কখনো প্রশ্ন করবো না কত খরচ করেছ ।

তুমি আমায় কোন অনুরোধ করো না
তুমি অনুরোধ করো এটা আমি মানতে পারি না
আমার কাছে কেন তুমি অনুরোধ করবে?
আমি চাই তুমি দাবী নিয়ে বলো
অনুরোধের চেয়ে দাবী নিয়ে বললে বেশি আপন মনে হয়
আমি তোমার অনুরোধ নয়,দাবী মেটাতে ভালোবাসি।

#কথা_দিতে_পারি
— জাজাফী
৩০ জানুয়ারি ২০১৯

Most Popular