গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে এক আলাভোলা ছেলে নাইম কিভাবে কিভাবে যেন ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় টিকে গেল।ছাত্র হিসেবে ভাল ছিল বলেই হয়তো টিকেছিল কারণ পরবর্তীতে সে যা করেছে তা আগে থেকে জানা থাকলে তাকে ক্যাডেট কলেজ থেকে দশ মাইল দূরে থাকতে বলা হলো।সে গল্প না হয় অন্যদিন করা যাবে আজকে আমরা ওর ভর্তি পরীক্ষার গল্প শুনি। ভর্তি পরীক্ষার লিখিত অংশে সে ভালভাবেই টিকে গেল।এবার নিয়ম মাফিক ভাইভা দেবার পালা।ভাইভা সম্পর্কে ওর তেমন কোন ধারনা ছিলনা তবে বিভিন্নজনের থেকে কিছু টিপস নিয়ে সে মনের জোর নিয়ে ভাইভা বোর্ডে প্রবেশ করলো।বোর্ড থেকে যে প্রশ্নই করা হচ্ছে সে সব গুলোরই উত্তর দিচ্ছে।সঠিক হচ্ছে না ভুল হচ্ছে তা দেখার দরকার নেই।উত্তর দিতে পারলেই যেন বাঁচে।
ভাইভা বোর্ডে এক ব্রিগেডিয়ার ছিলেন।তিনি প্রশ্ন করলেন বলোতো নাইম বিবিসিতে কি হয়? নাইম ঝটপট উত্তর দিল,ব্রিটিশ ব্রডকাষ্টিং করপোরেশান।স্যার খুশি হয়ে ওকে বললেন ভেরি গুড।তুমিতো বেশ অনেক কিছু জানো। এবার বলোতো ইএসপিএন এ কি হয়।নাইম কোন ভাবনা চিন্তা না করেই গড় গড় করে বলেদিল ইএসপিএন এ সারাদিন খেলা হয় স্যার।
১৫ ফেব্রুয়ারি ২০১৭