জাজাফী

পরিচিতি

বর্তমান সময়ে বাংলা ভাষায় যারা লিখছে বা লেখার চেষ্টা করছে জাজাফী তাদের মধ্যে একজন। লেখালেখির সাথে বেশ কিছুদিন থাকলেও এখনো নিজেকে লেখক না বলে বরং পাঠক দাবী করতে ভালোবাসে।

উপন্যাস সমুহ

না মানুষি জীবন

না মানুষি জীবন জাজাফীর লেখা উপন্যাসগুলির মধ্যে অন্যতম যদিও এটি তার প্রথম উপন্যাস নয়। ২০১৬ সালে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় দৈনিক ইত্তেফাকের ঈদ সংখ্যায় নির্বাচিত উপন্যাস হিসেবে।


রঙিন ফানুস

এটি জাজাফীর লেখা জীবনালেখ্য। এখানে আমরা দেখতে পাই একজন মানুষ ও তার পরবর্তী দুই পুরুষের প্রচেষ্টা ও সাধনা।

খ তে খাকি

ক্যাডেট জীবনের নানা ঘটনা নিয়ে এই উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা উঠে এসেছে।

এডিটস প্যানেল

লেখাগুলো পড়া ও সম্পাদনার দায়িত্বে নিয়োজিত

Emma Louise

Interior Designer

john frieda

Co Founder

allen greene

Architect

david louis

Interior Designer

পুরস্কার সমুহ

BASTIL.png
MADRIN.png
GEO.png
FIFTHFLOUR.png
ECOCODE.png
BOLEIR.png
ARMOND.png