আমি একদিন যাবো তোমার বাড়িতে,তোমার আঙিনায়
উত্তর ঘরের বারান্দা থেকে টুল এনে কেউ একজন বসতে দেবে আমায়
টুলটাতে বসতে বসতে আমার চোখ তোমাকে খুঁজবে
আমার ঘ্রাণেন্দ্রিয় তোমার খোলা চুল থেকে ভেসে আসা সৌরভ খুঁজবে
শুধু তুমি এসে দাড়াবেনা আমার সামনের ফাঁকা উঠোনে
তুমিতো তখন পায়ে আলতা মেখে নববধুর সাজে কারো আগমনের অপেক্ষায়
আমি সেদিন তোমার বাড়িতে সামান্য অতিথি মাত্র।
তুমিও একদিন আসবে আমার বাড়িতে,আমার আঙিনায়
উত্তর ঘরের বারান্দা থেকে টুল এনে কেউ তোমাকে বসতে দেবেনা
সুতরাং বসতে বসতে তোমার চোখ আমাকে খুঁজবেনা
তোমার ঘ্রাণেন্দ্রিয় আপনা থেকেই খুঁজে পাবে ভেসে আসা গন্ধ
শুধু আমি এসে দাড়াবোনা তোমার সামনে ফাঁকা উঠোনে
আমিতো তখন নতুন কাপড়ে,নতুন সাজে প্রস্থানের অপেক্ষায়
আমি সেদিন আমার বাড়িতেই বিদায় নেওয়া অতিথি মাত্র
অতিথি চলে গিয়ে আবার ফিরে আসে,আমার আসা হবেনা কখনো।
তুমি আর আমি কি তবে এমনই,পৃথিবীর দুই মেরুর মত
একে অন্যকে সারা জীবনেও দেখা হয়না
যখন আমি অপেক্ষায় থাকি তখন তুমি অন্য কোন খানে
যখন তুমি চোখ তুলে তাকাও তখন আমি নেই।