আজ সন্ধ্যায় সেখানেই যাব,স্মৃতিতে বুলাবো হাত
যেখানে তোমারে ফেলে এসে রোজ করেছি অশ্রুপাত।
যে নদীর জলে তোমার দু’পা খুঁজে পেতো কত সুখ
আজ সন্ধ্যায় সেখানেই যাব,যেতে আমি উন্মুখ।
আকাশে আজকে তারা জ্বলবেনা,থাকবেনা কোন চাঁদ
যতক্ষণ খুশি বসে রবো একা,কারো নেই প্রতিবাদ।
আজ সন্ধ্যায় সেই আঙ্গিনাতে কেবলই থাকবো একা
একাকী কাটাবো এই কথাটাতো বহুকাল আগে লেখা।
যখন ভোরে পুবের আকাশে উঠবে আলোর রবী
সেই আলোতে মুছে যাবে জানি কল্পনা রং ছবি।
আজ সন্ধ্যায় সেখানেই যাব,যেখানে তুমিও যেতে
একদিন যেথা সারাটা গোধুলী উঠেছি দুজনে মেতে।
——
২১-০৪-২০১৭
#জাজাফী