চারপাশে ধান ক্ষেত সবুজের মেলা
সবুজের সাথে মিশে কাটাবো এ বেলা।
ওই দূর দেখা যায় আমাদের বাড়ি
একা আমি মেঠো পথ দেব আজ পাড়ি।
উঠোন ভরা রবে সোনা রং ধানে
সেটা দেখে খুশি রবে কৃষকের প্রাণে।
বাংলার নদী মাঠ প্রকৃতির রুপ
মনে হয় সেখানেই রোজ দেই ডুব।
হারাই একাকী আমি পাশে কেউ নেই
গ্রামে ফিরে যেতে হবে এই আমাকেই।
গ্রামইতো জীবন আমার সব ভালবাসা
আমার বাবার মত আমিও যে চাষা।
চাষা হয়ে এ শহরে থাকা কিগো সাজে
অনেকেই বলেনা তা হয়তোবা লাজে।
আমার সে লাজ নেই চাষা আমি মানি
আমি যে চাষার ছেলে হোক জানাজানি।
এই ধান ক্ষেতটাতে কত ভালবাসা
কেবল সেটা জানি আমি আর চাষা।
আমিওতো চাষাভোষা গ্রামের মানুষ
সাধ নেই ওড়াবার রঙ্গীন ফানুস।
——
#জাজাফী
৮ এপ্রিল ২০১৭
আলোরমেলা,কিশোরগঞ্জ-২৩০০