নিজেরেই চিনিনাই তোমারে কি চিনবো
আপনারে চিনিতেই দিন হলো পার
ক্ষণিকের পৃথিবীতে সময় কোথায় বলো তোমা চিনিবার।
দর্পনে দেখি মূখ,সে আমিতো আমি না
আমারে যা দেখি আমি সে আমার প্রতিরুপ
আমিই আমাতে আজো অচেনাই রয়ে গেছি,তুমি নাকি চেনো মোরে খুব।
নিজেরে চিনতে গিয়ে সময়ের সবটুকু শেষ
এখনো হয়নি চেনা কণা কিংবা তার চেয়ে কম
তোমারে চেনার মত সময়তো নেই,নেই আর দম।
যদি আবার জন্ম নেই,আবারো পাই দিন কিছু
তখনোকি চেনা হবে আমারেই পুরো
চেনার পরেও যদি পাই কিছুক্ষণ,তখন নাহয় খোঁজ নেব তোমারো।
#জাজাফী
১৪ মার্চ ২০১৭