Tuesday, February 18, 2025
Homeবিবিধআলী রাজ ম্যাজিশিয়ান এবং তুখোড় বক্তা

আলী রাজ ম্যাজিশিয়ান এবং তুখোড় বক্তা

যাদুকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের যে কয়জন ম্যাজিশিয়ান কাজ করছেন তার মধ্যে আলীরাজ অন্যতম। আলী রাজ সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিলো না।তিনি যে বড়মাপের যাদুশিল্পী এটাও আমার আগে জানা ছিলো না। এর প্রধান কারণ তিনি বাংলাদেশে খুব কম শো করেন। কিংবা যখন করতেন তখন ম্যাজিক বিষয়ে আমার তেমন আগ্রহ ছিলোনা বা খোজ খবরও নেওয়া হতো না। এটা একান্তই আমার ব্যর্থতা।কিন্তু যখন ম্যাজিক নিয়ে একটু আগ্রহী হয়ে উঠলাম তখন জানতে পারলাম আলী রাজ নামের এই ম্যাজিশিয়ানের কথা। অন্যদের মত ফেসবুকে নিজেকে প্রকাশ করেন না বলেই তাকে আমি দেরীতে চিনেছি।তার ম্যাজিক দেখেছি এবং মুগ্ধ হয়েছি। বিশ্বের বড় বড় ম্যাজিশিয়ানরা যেভাবে ম্যাজিক শো করে তার ধরন একই।ইচ্ছে ছিলো তাকে কাছ থেকে লক্ষ্য করবো।সেই ইচ্ছেটা অবশেষে পুরণ হলো।

সান্ধ্যকালিন এক সভায় ম্যাজিশিয়ান আলী রাজ বক্তব্য দিলেন।আমি তার বক্তব্য শুনে মুগ্ধ।তিনি অসম্ভব ভালো বক্তা এবং বেশ পরিশ্রমী ও কৌশলী।…..বিস্তারিত পরে লিখবো।

Most Popular