তুমি আমায় আকাশ হতে বলো
যেন আমি অনেক দূরে থাকি
তখন তুমি অন্য কারো হবে
আমায় দেবে শুভংকরের ফাঁকি।
আমি তবে আকাশ হব কেন?
আমি হবো ধুসর-কালো মেঘ
বৃষ্টি হয়ে ঝরে যাবো একা
কেটে যাবে তোমার সব উদ্বেগ।
তুমি আমায় নদী হতে বলো
যেন আমি সাগরে যাই মিশে
সরিয়ে দেবার এতই যখন শখ
আমায় নিয়ে ভাবনা এতো কিসে।
আমি না হয় সমুদ্দুরই হবো
নদীর চেয়ে সেটা অনেক দূর
যেখান থেকে আসবেনা আর ভেসে
তোমার কাছে আমার কোন সুর।
——————————-
#জাজাফী
১৮ মার্চ ২০১৭