বইমেলাতে দাওয়াত দিলাম
আসেন না ভাই আসেন
আপনি না ভাই ফুচকা খেতে
ভীষণ ভালবাসেন।
মেলায় আসুন ফুচকা খেতে
ঘুরে দেখুন বই
ফুচকা খেয়ে,সেলফী তুলে
করুন না হইচই।
বই কিনতে বলছিনা আর
বই কিনে কি লাভ?
বইয়ের সাথে সেলফী তুলে
নিতেই পারেন ভাব।
আপনি এলে চ্যানেল গুলোয়
মূখ দেখানোও হবে
বইমেলাতে এসেছিলেন
প্রমানটাও রবে।
ফেসবুকেতে ছবি দিবেন
লাইক পাবেন হাজার
টিভি চ্যানেল প্রচার করবে
দারুন বইয়ের বাজার।
প্রচার হবে এবার মেলায়
বিক্রি হচ্ছে বেশ
মনে হবে প্রথম দিনেই
দ্বিতীয় সংস্করন শেষ।
এবার মেলায় মানুষ অনেক
কেনার মানুষ কম
ফুচকা খাওয়া চলছে দারুন
বিক্রিও হরদম।
পরের বছর মেলা তবে
ফুচকা মেলাই হোক
বইকে তখন ফুচকা ভেবে
কিনবে কিছু লোক।
…….Zazafee
৫ ফেব্রুয়ারী ২০১৭
বাংলা একাডেমী