ছয় বছর বয়সী ছেলেটা বাবার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হতো।বাবা তখন ছয় বছর বয়সী ছেলেকে খুশি করার জন্য যাদুর কাঠি হাতে সামনে এসে দাড়াতো।যাদুর কাঠি বলতে বাবা তিনটা সাধারণ ম্যাজিক ট্রিক দেখাতো। সেই সাধারণ ট্রিক তিনটাই ছয় বছর বয়সী ছেলেটার চোখে মায়া এনে দিত। তার পর একটু একটু করে সেই ট্রিকগুলো শিখে নিয়ে বন্ধুদের দেখিয়ে তাদেরকে হতবাক করে দিত ছেলেটি। একদিন স্কুলের এক শিক্ষক জানতে পারলো তার এক ছয় বছর বয়সী ছেলে যাদু দেখাতে পারে এটা শুনে তিনি ক্লাসের সবাইকে জড় করে তাকে বললেন ম্যাজিক দেখাতে।ছেলেটি উৎসাহ পেয়ে তার দেখানো যাদু তিনটা দেখিয়ে সেদিন সবাইকে মুগ্ধ করে দিল।একটু একটু করে ম্যাজিকের প্রতি নেশা ধরে গেল।ভালবাসা হয়ে গেল ম্যাজিক। এভাবেই ম্যাজিকের সাথে সখ্যতা গড়ে উঠলো ছেলেটির।বড় হয়ে সেই ছেলেটি হয়ে গেল খ্যাতিমান যাদুকর প্রিন্স হারুন।