বিখ্যাত ক্যাডেট সে
নাম তার অলীন
রোজ রোজ দেরি করে
সে হয় ফল ইন।
ইভিনিং প্রেপটাতে
দেয় রোজ ঘুম
পরীক্ষা এলে তার
পড়ার কি ধুম।
মিনিটে মিনিটে সে
ইডি খেতে রাজি
ক্যাডেট কলেজে নেই
তার মত পাজি।
আজ তবে হোকনা
অলীনের গল্প
প্রথম দিনেই ছিল
তার সংকল্প।
যে হবে গাইড তার
সে নাকি বুঝবে
দিন রাত সে নাকি
তার নাম পুছবে।
আমি বলি হাদারাম
তুইকি জানিস না
সিনিয়র ভাইকে কি
সিনিয়র মানিস না?
মাথাটা দুলায় সে
মুখে বাকা হাসি
হাটতেছি অলীন আর
আমি পাশাপাশি।
নভিসেসে যদি থাকে
অলীনের সামনে
লাথি খেয়ে পড়ে যাবে
বাপ মার নাম নে।