Tuesday, June 6, 2023
Homeকবিতাকরোনার ছুটিতে ছোটাছুটি চলছে

করোনার ছুটিতে ছোটাছুটি চলছে

করোনাতে ছুটি দিছলো ঘরে থাহার লাইগ্যা
কেডায় শুনে হেই কতাডা হবাই গেছে ভাইগ্যা।

আরও একবার ছুটির মিয়াদ বাড়ায় দিছে সরকার
বাড়ি থুইয়া ঢাহায় আসার তুমার কিয়ের দরকার?

কি কন? মোগো ছুটি বাতিল হেতের লাগি আহি
চাকরি যাবে ডর আছে না? বাড়ি ক্যামতে থাহি?

ওরে মদন হবাই যহন ঢাহার কাছাকাছি
তহন আবার বন্দ দিয়ে খেলোস কানামাছি?

কোন হাগলের পালায় হইড়া কনে যে কে মরে
মরন যহন আইবো তহন কেডায় থাহে ঘরে?

–জাজাফী
৫ এপ্রিল ২০২০

Most Popular