Sunday, October 1, 2023
Homeকবিতানারী দেহ নিয়ে লালসা তোমার

নারী দেহ নিয়ে লালসা তোমার

হায়রে অভাগা জাতি, বদলেছ রাতারাতি।
ভীড় দেখলেই নারী দেহ নিয়ে করতেছ হাতাহাতি।

নারী দেহ নিয়ে লালসা তোমার,সারাক্ষণ করো হাসফাঁস
মনে কি পড়েনা এই তুমিইতো নারী দেহে ছিলে দশমাস।

হেটে যায় মেয়ে তুমি সেটা দেখে বলে ওঠো খাসা মাল
তোমারও যে এক বোন আছে, সেটা ভুলে হলে বেসামাল।

অন্যের বোন মেয়েরা সবাই মাল হয়ে যায় চোখে
তোমার বোনটা হেটে গেলে তবে কি আর বলবে লোকে।

#জাজাফী
#বোনের_জন্য_ভালবাসা
৬ ডিসেম্বর ২০১৬

Most Popular