বাংলা সাহিত্যের আকাশে অসংখ্য ক্ষণজন্মা সাহিত্যিকদের মাঝে একটি অনন্য নাম সৈয়দ শামসুল হক।১৯৬৬ সালে দেশ যখন আন্দোলনে টালমাটাল,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বছর ঐতিহাসিক ৬ দফা দাবী উপস্থাপন করলেন ঠিক একই বছর বাংলাএকাডেমী সাহিত্য পুরস্কারে ভুষিত হলেন এক উদীয়মান তরুণ।মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমীর ইতিহাসের সবর্কনিষ্ঠ পদক বিজয়ী সাহিত্যিক হলেন আমাদের সবর্জন শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হক,সব্যসাচী লেখক।বাংলা সাহিত্যে তিনি যে দৃপ্তপদে হেটেছিলেন তা অক্ষুন্ন ছিল জীবনের শেষ দিন পযর্ন্ত।তার চেয়ে কম বয়সে এখনো কেউ বাংলাএকাডেমী পদক লাভ করতে পারেনি।তিনি একাধারে কবি,ঔপন্যাসিক,নাট্যকার,কথাসাহিত্যিক হিসেবে সমান খ্যাতি অর্জন করেছিলেন। বাঙ্গালী মধ্যবিত্ত সমাজের আবেগ অনুভূতি বিকার স বই খুব সহজ ভাষায় সুন্দর ভাবে তুলে ধরেছেন তিনি। আট ভাই বোনের উৎসবমুখর পরিবারের বড় সন্তান ছিলেন সৈয়দ হক।১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে এক সৈয়দ পরিবারে তার জন্ম হয়েছিল।সেদিন সৈয়দ সিদ্দিক হুসাইন ও হালিমা খাতুনের ঘর আলো করে যে শিশুটির জন্ম হয়েছিল দিনে দিনে তিনি আলোয় ভরে দিয়েছেন বাংলাসাহিত্যকে।তাই তিনি কুড়িগ্রামের সৈয়দ পরিবারের উর্ধে গিয়ে বাংলাসাহিত্য পরিবারের এক খ্যাতিমান সাহিত্যিক হিসেবে সাহিত্যাকাশে সমাসীন হয়েছেন।
সব্যসাচী এই লেখকের সাহিত্যিক জীবন শুরু হয়েছিল গল্প লিখে।যতদুর জানা যায় ১৯৫১ সালে মাত্র ১৬ বছর বয়সে ফজলে লোহানী সম্পাদিত “অগত্যা” নামে একটি সাময়ীকীতে তার প্রথম লেখা গল্প “উদয়াস্ত” প্রকাশিত হয়েছিল। তবে তারও আগে কবির যখন বয়স মাত্র বার বছর তখন তিনি আনমনেই কবিতা লিখতেন।কবির সহধর্মীনী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের ভাষ্য মতে কবি একবার টায়ফয়েডে সয্যাশায়ী ছিলেন তখন লিখেছিলেন
“আমার ঘরে জানালার পাশে গাছ রহিয়াছে/
তাহার উপরে দুটি লাল পাখি বসিয়া আছে” ।
সেই থেকে ক্রমে ক্রমে সাহিত্যের নানা শাখায় তার দৃপ্ত পদচারণা।তার স্কুল জীবন কেটেছে জন্মভূমি কুড়িগ্রামের মাইনর স্কুলে তার পর।যে বছর তার লেখা গল্প প্রথম প্রকাশিত হলো সেই একই বছর সেই বয়সেই তিনি মুম্বাই গিয়ে একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় কিছুদিন কাজও করেন।ফলে এক সময় আমরা দেখতে পাই চলচ্চিত্র তথা চিত্রনাট্য রচনাতেও তিনি হয়ে ওঠেন সমান পারদর্শী।ম্যাট্টিক পরীক্ষার পর তিনি তার খাতায় প্রায় ২০০টির অধিক কবিতা লিখেছিলেন।
হোমিওপ্যাথি চিকিৎসক বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন চেয়েছিলেন তার বড় ছেলেটি বড় হয়ে ডাক্তার হবে।তার মত হোমিওপ্যাথি ডাক্তার নয় বরং দেশজোড়া খ্যাতি হবে এমন বড় ডাক্তার।কিন্তু বাবার সেই স্বপ্ন তাকে কখনো আপ্লুত করতে পারেনি।তিনি ডাক্তার হবনা হবনা পণ করে বাড়ি থেকেই পালিয়ে বম্বে চলে গেলেন।যদি বাবার স্বপ্ন পুরনে ব্রতী হতেন তবে বাংলা সাহিত্য হয়তো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে পেতো না।ছোটবেলা থেকেই তিনি ছিলেন যথেষ্ট মেধাবী।১৯৫২ সালে মুম্বাই থেকে ফিরে নিজের ইচ্ছায় ঢাকার জগন্নাথ কলেজে মানবিক বিভাগে ভর্তি হলেন।সাহিত্য তাকে কিশোর বয়সেই খুব টেনেছিল বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।এর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে ভর্তি হলেও শিক্ষাজীবন শেষ করতে পারেন নি। তার প্রথম প্রকাশিত উপন্যাস “দেয়ালের দেশ” যখন প্রকাশিত হল তখন তিনি তৃতীয় বর্ষের ছাত্র।সেই অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের মায়া কাটিয়ে বেরিয়ে এলেন।
সৈয়দ শামসুল হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশকে তুলে ধরতে চেয়েছেন। আগের বড় লেখকেরা সকলেই গ্রামকেন্দ্রিক উপন্যাস বা গল্প লিখেছেন। সৈয়দ শামসুল হক নতুন উদীয়মান মধ্যবিত্তের কথা ভালো করে বললেন এবং মধ্যবিত্ত জীবনের বিকারকেও তিনি ধরলেন।দীর্ঘজীবনে তিনি অনেক উপন্যাস লিখেছেন। তার অনুজ এবং তরুণ লেখকেরা প্রভাবিত হয়েছেন তার লেখায়। তাদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘হক ভাই’ নামে।
সৈয়দ শামসুল হকেরা যুগে যুগে একবারই জন্মে। বাংলা সাহিত্যে তিনি যা দিয়েছেন তা তাকে চিরস্মরনীয় করে রাখবে। বিশ্বের অন্যান্য সাহিত্যে সাহিত্যের কলাকৌশল নিয়ে অগণিত বই আছে।আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে এখন লেখক কবি তৈরির কোর্সও করানো হয়।প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের অগণিত তরুন কবি সাহিত্যিক সেই সব কোর্সে ভর্তি হয়ে সাহিত্যের নানাবিধ কলাকৌশল আয়ত্ব করে সাহ্যিত রচনা শুরু করে।আমাদের দেশের তরুন কবি সাহিত্যিকদের সেই ভাগ্য হয়নি আমেরিকার মত দেশে গিয়ে দীক্ষা নিয়ে আসবে।কিন্তু সৃষ্টিকর্তা এদেশের অগণিত নবীন কবি সাহিত্যিকদের জন্য মহীরুহ করে পাঠিয়েছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কে। তিনিই বাংলা সাহিত্যের প্রথম ব্যক্তি হিসেবে নবীন কবি ও সাহিত্যিকদের জন্য ধারাবাহিক ভাবে সাহিত্যের নানাবিধ কলাকৌশল নিয়ে লিখতে শুরু করলেন। তার রচিত সেই কলাম “মার্জিনে মন্তব্য” শিরোনামে বই আকারে গ্রন্থগত হয়েছে।
বর্তমান সময়ের জনপ্রিয় লেখক আনিসুল হক নিজেও সৈয়দ হকে মুগ্ধ ছিলেন, সৈয়দ শামসুল হকের প্রবন্ধ, উপন্যাস তাকেও অনেক বেশি প্রভাবিত করেছে বলে তিনি স্বীকার করেন। তিনি কেবল একজন সাহিত্যিকই ছিলেন না বরং সব কিছু ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন কবি সাহিত্যিকদের কাছে “হক ভাই”। সৈয়দ শামসুল হক কবি হিসেবেও পরবর্তী প্রজন্মের কবিদের জন্য পথিকৃতের ভূমিকা পালন করেছেন।
সৈয়দ হক ছিলেন অমায়িক।তার জন্মদিনে যখন কেউ তাকে মুঠোফোনে ম্যাসেজ দিত তিনি শত ব্যস্ততার মাঝেও প্রতিউত্তর দিতে ভুল করতেন না।এমনকি তিনি দেশের বাইরে থাকলে তার মুঠোফোনে তারই রেকর্ডকৃত কন্ঠ শোনা যেত,যেখানে বলা হত তিনি দেশের বাইরে অবস্থান করছেন।খুব জরুরী হলে তার আর্ন্তজাতিক নাম্বারে ফোন করতে। তার বিনয় প্রকাশ পেয়েছে তার কবিতাতে।
কবি তার “এপিটাফ” কবিতায় লিখেছেন
“মি কে তা নাইবা জানলে।
আমাকে মনে রাখবার দরকার কি আছে?
আমাকে মনে রাখবার?
বরং মনে রেখো নকল দাঁতের পাটি,
সন্ধ্যার চলচ্চিত্র আর জন্মহর জেলি।
আমি এসেছি, দেখেছি, কিন্তু জয় করতে পারিনি”।
কবি বলেছেন তিনি জয় করতে পারেন নি।কিন্তু তার অগণিত পাঠক মনে করেন সৈয়দ হক তার লেখা দিয়ে তার সাহিত্য কর্ম দিয়ে সবার হৃদয়ের মণিকোঠায় ঠাই করে নিয়েছেন।১৯৭০ সালে প্রকাশিত হয় তাঁর রচিত কাব্যগ্রন্থ, বৈশাখে রচিত পঙক্তিমালা। আধুনিক সময়ে কোন কবির এত দীর্ঘ কবিতা বেশ বিরল। তার এই কাব্যগ্রন্থের কারণে তিনি তখন আদমজী পুরস্কার লাভ করেন।
তার আরেক বিখ্যাত কাব্যগ্রন্থ ‘পরানের গহীন ভিতর’ দিয়ে তিনি তাঁর কবিতায় আঞ্চলিক ভাষাকে উপস্থাপন করেছেন।আঞ্চলিক ভাষায় কবিতা লেখা যায় কিংবা সেটা জনপ্রিয়তা পায় তার প্রমান রেখে গেছেন সৈয়দ হক। আবৃত্তিশিল্পীদের কাছে আবৃত্তির জন্য কবিতার তালিকা চাইলে দেখা যায় অবধারিত ভাবেই তার পরাণের গহীন ভিতর অবশ্যই তালিকাতে আছে।
কবিতায় তার ধারাবাহিকভাবে যে অবদান তা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সৈয়দ হককে অনুসরণ করে পরবর্তী কবিরা বা তার পরবর্তী কালের কবিরা আঞ্চলিক ভাষায় কবিতা লেখার চেষ্টা করেছেন। তার ‘খেলারাম খেলে যা’ অনুকরণ করে আমাদের কথাসাহিত্যিকেরা লিখেছেন। বাংলা সাহিত্যে সৈয়দ হকের অবদানকে অস্বীকার করার কোন উপায় নেই।সৈয়দ শামসুল হকের কর্ম জীবনও ছিল বৈচিত্রময়। তার কর্মজীবনের প্রায় সাত বছর তিনি কাটিয়েছেন লন্ডনে বিবিসি বাংলা বিভাগের সাথে। ১৯৭১ সালে দেশ যখন স্বাধীনতার মুলমন্ত্রে ঐক্যবদ্ধ হয়ে হানাদার বাহিনীকে রুখে দিচ্ছে তখন তিনি বিবিসি বাংলা থেকে সেই সংবাদ বিশ্বকে জানিয়েছেন অকুন্ঠচিত্তে।
নাট্যকার হিসেবেও সৈয়দ শামসুল হক ছিলেন দারুণ সফল। বিশেষ করে তাঁর রচিত দুটি কাব্যনাট্য ‘নুরলদিনের সারাজীবন’ এবং ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ বাংলা নাটকে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। তার যে শব্দের ব্যবহার, রূপকল্প, কাব্যময়তা এবং তার সঙ্গে সঙ্গে নাটকের যে দ্বন্দ্ব-সংঘাত এই সমস্ত কিছু তিনি যেভাবে ধারণ করেছেন বাংলা নাটকে এই ঘটনা আর কেউ ঘটাতে পেরেছে বলে মনে করেন না অগণিত বোদ্ধা সমালোচক ও পাঠক এমনকি তার রচিত নাটকের অনেক অভিনেতাও তাই মনে করেন। শিল্পক্ষেত্রে সৈয়দ শামসুল হকের অবদান শুধু নাটকেই সীমাবদ্ধ নয়, তিনি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন, এমনকি চলচ্চিত্রের জন্য গানও রচনা করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাঁর রচিত ‘হায়রে মানুষ, রঙ্গিন ফানুস’ গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে।বাংলা সাহিত্যিকদের মধ্যে সাহিত্যের নানাবিধ খুটিনাটি নিয়ে প্রথম লেখা লিখেছেন সৈয়দ হক। সৈয়দ শামসুল হক ভাষার ব্যবহার নিয়ে লিখেছেন ‘হৃৎকলমের টানে’ বা ‘কথা সামান্যই’ এগুলো বাংলা সাহিত্যানুরাগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি একইসঙ্গে একজন সৃষ্টিশীল লেখক এবং ভাষার ব্যবহারে ছিলেন অত্যন্ত সচেতন।
যুগে যুগে অনেক কবি সাহিত্যিক সীমানার ওপারে চলে গেছে।চলে যাওয়ার কিছুদিন বাদেই তারা মানুষের মন থেকেও মুছে গেছে।কিন্তু সৈয়দ হক সেই মানের লেখক ও কবি ছিলেন যাদের দেহান্তর হলেও মানুষের মনে তারা দীর্ঘস্থায়ী আসন তৈরি করে রেখে গেছেন। যে লেখক শিল্প সাহিত্যের প্রায় সব শাখাতে সমান পারদর্শিতা দেখিয়েছেন তাকে বাংলা সাহিত্যপ্রেমীরা ভুলে যেতে পারবেনা। বলা যেতে পারে তিনি যদি সারা জীবনে মাত্র দুটো বই লিখতেন “পরাণের গহীন ভেতর” কিংবা “বৈশাখে রচিত পঙক্তিমালা” তাহলেও তিনি চিরস্মরণীয় হয়ে থাকতেন। তার রচিত কাব্যনাট্য “নুরুলদিনের সারাজীবন” কিংবা “পায়েল আওয়াজ পাওয়া যায়” তাকে বাংলা সাহিত্যের আকাশে স্থায়ী আসন করে দিয়েছে। তিনি ছিলেন সেই তারা যে ডুবে যেতে যেতেও আলো দিয়ে যায়। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় তিনি যখন দেশের বাইরে উন্নত চিকিৎসা নিচ্ছিলেন তখন জানতে পেরেছিলেন তার অবস্থার খুব বেশি উন্নতি হবেনা।তখন তিনি সিদ্ধান্ত নিলেন দেশের মাটিতে ফিরে যাবেন।পরাণের গহীণ ভেতর দেশের জন্য দেশের মাটিও মানুষের জন্য তার ছিল টান।তিনি হাসপাতালের বেডে বসে জীবনের শেষ দিন পযর্ন্ত অবিরাম লিখে গেছেন।বাংলা সাহিত্যকে করে গেছেন সমৃদ্ধ।
তার কবিতায় ছিল প্রেম ছিল ছিল ভাষার প্রতি মমতা।তাইতো তিনি আঞ্চলিক ভাষা তুলে এনেছেন তার অগণিত কবিতায়। তিনি লিখেছেন
“কি আছে তোমার দ্যাশে? নদী আছে? আছে নাকি ঘর?
ঘরের ভিতরে আছে পরানের নিকটে যে থাকে?”
অগণিত ভক্তকুলের পরানের নিকটে তিনি আছেন এবং চিরকাল থাকবেন।শুধু আক্ষেপ এই যে আর কোন দিন বাংলাএকাডেমীর সবুজ চত্বরে তার পদধুলী পড়বেনা। আর কোন দিন সোহরাওয়ার্দি উদ্যানে বসা একুশে বই মেলাতে তাকে পায়চারি করতে দেখা যাবেনা।নজরুল মঞ্চে আর কোন দিন নতুন বইয়ের মোড়ক উন্মোচনে দেখা যাবেন আলোর সারথীকে।সৈয়দ শামসুল হকের কলম এখন থেমে গেছে, কিন্তু তিনি যে ভবিষ্যৎ লেখকদের-কবিদের-নাট্যকারদের অনুপ্রাণিত করবেন, পথ দেখাবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। তার রচিত “নিষিদ্ধ লোবান” উপন্যাসটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছিল ১৯৯০ সালে। পরবর্তীতে সেটা নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং দর্শকপ্রিয় হয়েছে। তিনি মৌলিক রচনার পাশাপাশি অনুবাদেও সিদ্ধহস্ত ছিলেন। ম্যাকবেথ,টেম্পেষ্ট,শ্রাবণ রাজা তার উল্লেখযোগ্য অনুবাদ কর্ম।
বাংলা সাহিত্যের এই ক্ষণজন্মা সৈব্যসাচী লেখক তার অগণিত সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরুপ দেশের প্রায় সব বড় পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৬৬ সালে সবর্কনিষ্ঠ সাহিত্যিক হিসেবে তিনি পেয়েছিলেন বাংলা একাডেমী পুরস্কার। সেই পথচলায় আরো যোগ হয়েছে আদমজী সাহিত্য পুরস্কার(১৯৬৯),অলক্ত স্বর্ণপদক(১৯৮২),আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩),নাসিরুদ্দীন স্বর্ণপদক (১৯৯০) এবং ১৯৮৪ সালে দেশের সবর্চ্চো সম্মান একুশে পদকে ভুষিত হয়েছেন এই খ্যাতিমান সাহিত্যিক।একই সাথে তিনি চিত্রনাট্য,সংলাপ ও গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভুষিত হয়েছেন।এছাড়াও তার প্রাপ্তির খাতায় আরো অগণিত পুরস্কার রয়েছে। প্রতি বছর ২৭ সেপ্টম্বর এলে আমাদের হৃদয় তার শুন্যতায় হাহাকার করে উঠবে।তিনি আমাদের মাঝে না থেকেও থাকবেন অনন্তকাল।যতদিন বাংলা সাহিত্য থাকবে ততোদিন তার পায়ের পাওয়াজ পাওয়া যাবে। তিনিইতো দেখিয়েছেন নুরুলদীনের সারাজীবন।তিনি আছেন পরাণের গহীন ভেতর।
২৭ সেপ্টেম্বর ২০১৬
purchase isotretinoin without prescription buy accutane 40mg without prescription prednisone 40mg oral
[url=http://antabuse247.com/]purchase disulfiram online[/url]
https://drugs1st.shop/# us online pharmacy
[url=https://drugs1st.shop/#]canadian pharmacy meds[/url] reputable indian online pharmacy
buy nootropil 800mg generic buy viagra 100mg pills viagra us
discount pharmacy card online pharmacy without scripts
https://drugs1st.com/# canadian drug stores
[url=https://drugs1st.shop/#]canadian pharmacies online[/url] legitimate canadian pharmacies
zithromax 250mg usa order azithromycin pill purchase gabapentin online cheap
[url=https://drugs1st.com/#]cheapest online pharmacy[/url] canadian pharmacies comparison
safe online pharmacies in canada canadian mail order pharmacy
https://drugs1st.com/# certified canadian pharmacy
tadalafil usa cialis 5mg sale buy viagra 100mg without prescription
[url=https://drugs1st.com/#]canadian pharmacy without prescription[/url] pharmacy no prescription required
buy furosemide 100mg for sale buy doxycycline 100mg pills plaquenil cost
https://drugs1st.com/# no prescription needed canadian pharmacy
canadian pharmacy 24 online pharmacy without scripts
cialis 40mg generic tadalafil 5mg cheap buy clomipramine 50mg generic
https://drugs1st.com/# canadian pharmacy 24h com
canadian pharmacy 24 com canadian pharmacy without prescription
buy generic chloroquine purchase olumiant buy olumiant 4mg pills
[url=https://onlineworldpharmacy.com/]pharmacy discount card[/url]
[url=https://drugs1st.shop/#]canadian online pharmacy no prescription[/url] canadadrugpharmacy com
https://drugs1st.com/# best india pharmacy
buy itraconazole 100mg pill sporanox 100mg canada tindamax cost
[url=https://doxycycline1st.store/#]doxycycline hyclate 100 mg cap[/url] cost doxycycline tablets uk
where can i buy cipro online buy ciprofloxacin over the counter
glycomet 500mg tablet buy metformin 500mg generic cialis tadalafil 20mg
[url=https://doxycycline1st.store/#]can i buy doxycycline over the counter in south africa[/url] doxycycline 100mg tablets for sale
oral olanzapine zyprexa for sale online order generic diovan 160mg
prednisone 20mg online prednisone 5mg over the counter
[url=https://cipro1st.store/#]buy cipro online without prescription[/url] ciprofloxacin order online
order norvasc 10mg without prescription cialis canada brand tadalafil 5mg
[url=https://valtrexe.com/]generic valtrex no prescription[/url] [url=https://baclofen.pics/]baclofen over the counter[/url] [url=https://sumycin.cfd/]order tetracycline without a prescription[/url] [url=https://drugstoretabs.com/]web pharmacy[/url] [url=https://furosemide.ink/]furosemide 50 mg tablets[/url] [url=https://finasteride.lol/]propecia cheap[/url] [url=https://prednisolon.quest/]how to get prednisolone tablets[/url]
antibiotics cipro ciprofloxacin 500 mg tablet price
[url=https://zithromax1st.store/#]generic zithromax over the counter[/url] zithromax buy
oral clozaril decadron 0,0,5 mg sale dexamethasone medication
zithromax 500 zithromax 250 price
oral sildenafil 100mg lisinopril price purchase lisinopril online
[url=https://prednisone1st.store/#]50 mg prednisone tablet[/url] prednisone 300mg
prednisone 30 mg tablet generic prednisone tablets
order linezolid pill free slot games for fun online gambling casinos
[url=https://prednisone1st.store/#]can you buy prednisone over the counter uk[/url] prednisone 10 mg canada
prilosec ca empire city casino online play money poker online
prednisone 10mg tabs prednisone 5 tablets
[url=https://clomid1st.science/#]clomid over the counter online[/url] buy clomid online fast delivery
https://edpills.science/# medications for ed
[url=https://clomid1st.science/#]can you buy clomid over the counter in usa[/url] sale clomid
lopressor without prescription cost lopressor vardenafil 10mg usa
ed medications online ed remedies
[url=http://metforminr.com/]glucophage xl[/url]
[url=https://prednisone1st.science/#]25 mg prednisone[/url] buy prednisone with paypal canada
can i buy prednisone online in uk 20 mg prednisone tablet
quetiapine 25 mg capsule price [url=http://quetiapine.space/]quetiapine 50 mg capsule[/url] buy quetiapine from canada
help me write a thesis best online casino best online casino
[url=https://clomid1st.science/#]clomiphene clomid[/url] best clomid brand
order generic vardenafil 10mg buy pregabalin 75mg online cheap methylprednisolone generic
purchase clomid online clomid 50mg tablets cost
https://clomid1st.science/# how can i get clomid over the counter
[url=https://prednisone1st.science/#]india buy prednisone online[/url] otc prednisone cream
quetiapine 100 [url=https://quetiapine.space/]quetiapine 7.5 mg[/url] quetiapine tablets 300mg
writing assignments best college paper writing service viagra tablets
prednisone oral prednisone 475
[url=https://propecia1st.science/#]finasteride online bonus[/url] propecia online
buy clomiphene without prescription clomiphene 50mg us real money online casino
https://edpills.science/# pills for ed
quetiapine 125 mg [url=http://quetiapine.site/]quetiapine 200 mg cost[/url] quetiapine discount
It’s amazing designed for me to have a site, which is good designed for my knowledge.thanks admin
[url=https://edpills.science/#]the best ed pills[/url] ed drug prices
buy prednisone online fast shipping can you buy prednisone
order tadalafil 40mg pill tadalafil otc sildenafil overnight delivery
quetiapine medication price [url=https://quetiapine.site/]quetiapine price in canada[/url] quetiapine price
aristocort 4mg cheap order triamcinolone 4mg desloratadine 5mg canada
generic pill shop prescription medication from india
seroquel generic medication [url=https://seroquelhelp.shop/]seroquel 25 mg capsule[/url] seroquel cap 50mg
https://canadianpharmacy.icu/# canadian pharmacy meds
reputable mexican pharmacies medicine without dr prescription
Wonderful post! We will be linking to this great article on our site. Keep up the great writing https://no19butik.com/
Thank you for great content. I look forward to the continuation. https://farmasiucretsizuyelik.com/
buy priligy sale order dapoxetine generic cheap synthroid 75mcg
cialis tadalafil 10mg sildenafil 100mg brand guaranteed viagra overnight delivery usa
seroquel tablets 300mg [url=https://seroquelhelp.shop/]how much is seroquel[/url] seroquel 100 mg pill
best price for quetiapine [url=http://quetiapineden.com/]quetiapine 200 mg[/url] buy quetiapine online australia
https://canadianpharmacy.icu/# canadian pharmacy 365
order orlistat 60mg generic acyclovir canada purchase zovirax pills
cheap cialis 40mg inderal price buy clopidogrel online
https://withoutprescriptions.store/# mail order pharmacies
quetiapine 330 mg [url=http://quetiapineden.com/]quetiapine 2[/url] quetiapine 25 mg pill
allopurinol cheap rosuvastatin cheap order ezetimibe 10mg
quetiapine medication price [url=http://quetiapine.store/]quetiapine 25 mg cost[/url] quetiapine price in canada
[url=http://happyfamilyrx.shop/]best online foreign pharmacy[/url]
methotrexate 5mg pills order methotrexate 5mg pills metoclopramide canada
where to buy quetiapine cheap [url=https://quetiapine.store/]buy quetiapine online[/url] generic quetiapine 2017
quetiapine generic [url=https://quetiapine.shop/]quetiapine pills for sale[/url] generic quetiapine usa
buy domperidone for sale motilium online buy buy flexeril 15mg without prescription
buy seroquel 300 mg [url=https://seroquelola.shop/]seroquel 25 mg price in usa[/url] order seroquel online
[url=https://tadalafiltx.online/]where can i buy cialis online in canada[/url]
singles and personals adilt dating
seroquel capsules 25 mg [url=http://seroquelola.shop/]how much is seroquel[/url] generic seroquel medication
seroquel 2019 [url=https://seroquelb.com/]seroquel canada[/url] seroquel online pharmacy
order sumatriptan 50mg order sumatriptan 25mg generic buy avodart 0.5mg generic
order seroquel online [url=http://seroquelb.com/]seroquel 25 mg coupon[/url] seroquel cost australia
https://datingonline1st.shop/# personals dating
oral colchicine 0.5mg buy gloperba pill online casino real money
pof dating login asian girl single
https://datingonline1st.com/# dating online sites
lyrica garrett bio [url=https://lyrica.gay/]lyrica okano instagram[/url] what kind of drug is lyrica
https://drugsoverthecounter.com/# best ed pills over the counter
lyrica pregabalin [url=http://lyrica.gay/]lyrica singer[/url] costco lyrica price
zantac 150mg pill ranitidine over the counter generic celebrex 100mg
over the counter medicine for uti over the counter weight loss pills
real money slot machines blackjack free cash poker online
[url=https://arimidextab.online/]buy arimidex[/url]
[url=http://arimidex.digital/]1mg arimidex pills[/url] [url=http://erythromycina.shop/]erythromycin buy[/url] [url=http://prozac247.com/]prozac 20 mg[/url] [url=http://ampicillin.lol/]ampicillin order[/url] [url=http://modafinil2023.online/]purchase provigil online[/url] [url=http://tretinoinmd.com/]retin a where to buy canada[/url] [url=http://kamagra.ink/]kamagra tablets south africa[/url]
bronchial inhalers over the counter pantoprazole over the counter
lyrica 150mg generic [url=http://lyrica.one/]purchase lyrica online cheap[/url] pregabalin us
oral tadalafil 20mg buy generic tadalafil 20mg order cipro 1000mg pills
[url=https://drugsoverthecounter.com/#]apoquel over the counter substitute[/url] strongest diuretic over the counter
best over the counter appetite suppressant over the counter blood thinners
lyrica 150mg drug [url=http://lyrica.one/]buy lyrica 150mg online[/url] pregabalin 75mg usa
zocor 20mg usa order valtrex generic buy proscar 5mg sale
[url=https://drugsoverthecounter.shop/#]over the counter ed pills[/url] over the counter erectile pills at walgreens
buy lyrica 75mg for sale [url=https://lyrica.cloud/]buy pregabalin online cheap[/url] order lyrica generic
order flagyl 400mg without prescription flagyl 200mg cheap buy bactrim 480mg generic
order pregabalin 75mg for sale [url=https://lyrica.cloud/]pregabalin 150mg over the counter[/url] buy lyrica for sale
https://drugsoverthecounter.com/# is zofran over the counter
[url=https://drugsoverthecounter.com/#]best over the counter cold medicine[/url] over the counter stocks
keflex medication cephalexin 500mg sale erythromycin 500mg over the counter